সিম ও চার্জ ছাড়াই এবার চিন্তা নেই সিম, নেই চার্জ দেওয়ার ঝামেলা—বাজারে আসছে ২৫ হাজার টাকার এক নতুন স্মার্টফোন! এবং এটি ইলন মাস্কের টেসলার নতুন ফোন। ইলন মাস্কের নাম প্রযুক্তিপ্রেমীদের কাছে খুবই পরিচিত। তিনি সবসময় নতুন নতুন উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসেন।
এবার টেসলা নিয়ে আসছে একটি সম্পূর্ণ নতুন ধরনের ফোন, যাকে বলা হচ্ছে “পাইফোন”। শোনা যাচ্ছে, এই ফোন আইফোনকেও টেক্কা দেবে। তবে আরও চমকপ্রদ বিষয় হলো সিম ও চার্জ ছাড়াই এবার চিন্তা , এই ফোনে সিম বা চার্জের প্রয়োজন নেই। ধারণা করা হচ্ছে, এই ফোন বাজারে এলে স্মার্টফোনের ধারণাটাই বদলে দেবে। পাইফোন নিয়ে সোশ্যাল মিডিয়ায় গত কয়েক মাস ধরে নানা আলোচনা চলছে, এবং এর কিছু ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
পাইফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো চার্জিং পদ্ধতি। আইফোন বা অন্যান্য ফোনে বিদ্যুৎ চার্জ করতে হলেও এই ফোনে সেই প্রয়োজন নেই। এটি স্বয়ংক্রিয়ভাবে চার্জ হবে, কেবল আলো পেলেই যথেষ্ট। কারণ, এটি ইলন মাস্কের স্টারলিঙ্কের সাথে সরাসরি সংযুক্ত থাকবে। স্টারলিঙ্ক একটি স্যাটেলাইট-ভিত্তিক কানেকশন সিস্টেম, যা বিশ্বব্যাপী কভারেজ প্রদান করবে।
এই ফোন সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপন্ন করে চার্জ হলেও সাধারণ আলোতেও চার্জ হতে পারে। এমনকি এটি ইন্টারনেট ছাড়াই কাজ করবে বলে ধারণা করা হচ্ছে।
শোনা যাচ্ছে, এই ফোনে থাকবে ব্রেন কানেক্টিভিটি চিপ। যা ব্যবহারকারীর চিন্তা বুঝে ফোনে কাজ করবে। এই ফোন দিয়েই নাকি চালানো যাবে টেসলার গাড়িও।
তবে, এসব শোনা কথার সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে। ইলন মাস্ক নিজেই এই গুজবকে উড়িয়ে দিয়েছেন এবং বলেছেন, “আমরা এমন কোনো ফোন তৈরি করছি না।” তাহলে এই গুজব কিভাবে শুরু হলো? এর সূত্রপাত গত বছরে ইলন মাস্কের কিছু ইঙ্গিত থেকে। তবে, এই নিয়ে সবার মধ্যে কৌতূহল এখনো জারি রয়েছে।