মধ্যরাতে যুবলীগ নেতার বাড়িতে আগুন, মা ও চাচি নিহত

মধ্যরাতে যুবলীগ নেতার বাড়িতে আগুন

মৌলভীবাজার জেলার যুবলীগের সহ-সভাপতি শেখ রুমেল আহমদের বাড়িতে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) গভীর রাতে ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় তার মা শেখ মেহেরুন্নেসা (৬৫) এবং চাচি ফুলেছা বেগম (৬০) প্রাণ হারান। শেখ রুমেল সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

পরিবার সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের সময় বাড়িতে শেখ মেহেরুন্নেসা ও ফুলেছা বেগম ছিলেন। বাড়ির নিরাপত্তাকর্মী আলাদা একটি কক্ষে ছিলেন। রাত ৩টার দিকে নিরাপত্তাকর্মী আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন এবং মসজিদের মাইকেও বার্তা প্রচার করা হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

শেখ রুমেলের মামা মকছুছ মিয়া দাবি করেন, অগ্নিকাণ্ডের পর বাড়ির পাশে একটি পাঁচ লিটারের বোতলে পেট্রল পাওয়া গেছে, যা সন্দেহজনক বলে মনে হচ্ছে।

এ ঘটনায় শেখ রুমেল আহমদ ফেসবুকে শোক প্রকাশ করে লেখেন, “আমার বাড়িতে একটি মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় আমার মা ও চাচি ইন্তেকাল করেছেন। প্রিয় মোস্তফাপুর ইউনিয়ন ও মৌলভীবাজারবাসী, আমি এর বিচার আল্লাহর কাছে দিলাম।”

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা যিশু তালুকদার জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। একটি কক্ষের দরজা ভেঙে ভেতরে থাকা শেখ মেহেরুন্নেসা ও ফুলেছা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে, কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, সিলেট থেকে একটি বিশেষ তদন্ত টিম এসে কাজ করছে। স্থানীয় পুলিশ এবং ফায়ার সার্ভিসও আগুন লাগার কারণ খতিয়ে দেখছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

🎯দেশের বিদেশের চাকরির সকল খবর পেতে Follow দিয়ে যুক্ত থাকতে পারেন আমাদের পেজে— https://www.facebook.com/currenthotnews